Up to date result, admission news, visa, job, private job govt job circular are available. We work for people as soon as they can get their urgent news and helping them in their way.

Wednesday, October 14, 2015

ওয়ালটনে চাকরির সুযোগ

বিডিলাইভ ডেস্ক: দেশের একমাত্র মাল্টি-স্টেজড রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার. মোটরসাইকেল এবং টেলিভিশন উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এ নিম্নবর্ণিত পদসমূহে দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে :


১. সিনিয়র অফিসার (অডিট) : পদের সংখ্যা-১০

যোগ্যতা ও অভিজ্ঞতা : এমকম/এমবিএস ইন একাউন্টিং। সিএ (সিসি) কোর্সসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অডিট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।


২. সেলস অফিসার (ওয়ালটন প্লাজা) : পদের সংখ্যা-৫০

যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি/ডিগ্রি। ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ফোন শো-রুমে সেলসের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলা/থানায় কাজ করার আগ্রহ থাকতে হবে। কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানো জানতে হবে। বয়স অনূর্ধ্ব ২৫ বছর।

৩. ডেইরি ফার্ম টেকনিশিয়ান : পদের সংখ্যা-০১

যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি/সমমান। গবাদি পশুর প্রসবকালীন পরিচর্যার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডেইরি ফার্মের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রাথীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র (সত্যায়িত) এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন-এর সত্যায়িত ফটোকপিসহ নিম্নোক্ত ঠিকানায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

দরখাস্ত পাঠানোর ঠিকানা : নির্বাহী পরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ লি. ১০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০, অথবা জিপিও বক্স নং-৫৭০, ঢাকা।

Source: http://www.bdlive24.com/

Related Posts:

0 comments:

Post a Comment

Add format

Anti Adblock++

PopCash

Weather

Popular Posts

Blog Archive

Powered by Blogger.