Executive, Accounts in Distribution Department
হিসাব কর্মকর্তা [ঢাকা কেন্দ্রীয় প্রকল্প অফিস]
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
N/A
Dhaka
Job Description
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ৬টি পৌরসভা যথাক্রমে নারায়নগঞ্জ জেলার তারাবো পৌরসভা, নরসিংদী জেলার নরসিংদী পৌরসভা, গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল পৌরসভা, নওগাঁ জেলার নওগাঁ পৌরসভা এবং চাঁপাই নবাবগঞ্জ জেলার চাঁপাই নবাবগঞ্জ পৌরসভায় “Enhancing Health and Nutrition Services for the Urban Poor People in Bangladesh” শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের নিম্মলিখিত পদের জন্য যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রকল্প মেয়াদে নিয়োগ প্রদান করা হবে।
Job Requirements
- ঊট এর প্রকল্পে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- সেন্টাল হিসাব রক্ষক হিসাবে প্রকল্পের বাজেট প্রনয়ন,খরচের বিল ভাউচার নিয়মিত যাচাই এবং যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা, অফিসের যাবতীয় দৈনিক নগদ অর্থপ্রবাহ, ব্যাংক লেনদেন, খরচ, কর্মী ব্যবস্থাপনা, লজিস্টিক সরবরাহ এবং ডকুমেন্টেশন এই কাজগুলো সংস্থা এবং ঊট এর নীতিমালা অনুসরণ করে প্রক্রিয়াকরণ এবং হিসাব সংরক্ষণ করা।
- প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও কর্মীদের সাথে টিম ওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালন করা।
- কম্পিউটার বিষয়ক দক্ষতা: এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিং।
- বাংলা ও ইংরেজি লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে।
No of Vacancies:
১ জন
Job Level:
Entry
Job Nature:
Full Time
Industry:
NGO / Development
Preferred Business Area
NGO / Development
Salary
আলোচনা সাপেক্ষ্য।
Desired Education
হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাস।
Apply Instructions:
শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ২০/০৩/২০১৮ইং-এর মধ্যে পরিচালক বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল সার্টিফিকেট (শিক্ষাগত ও অভিজ্ঞতা)-এর সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ২ দুই) কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার ‘মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-২০, সড়ক-১১ (নতুন), ৩২ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯’ এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org, info.ric-bd.org থেকে পাওয়া যাবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
0 comments:
Post a Comment